বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা। সোমবার (৮ এপ্রিল) দুপুরে সেতু কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, শনিবার রাত ১২ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ৪১ হাজার ৮০৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সাত হাজার ৫০৯টি বাস, ট্রাক ৯ হাজার ১৪৩, ছোট ছোট পরিবহন ১০ হাজার ৪১০টি এবং মোটরসাইকেল দুই হাজার ৭১৮টি। এ ছাড়াও রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল, বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ১২ হাজার ২৪টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘পরিবহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায় বেড়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত সেতুতে বাড়তি টোল আদায় হবে।’

এদিকে, ঈদযাত্রায় আজও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ বেড়েছে। এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।