পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত

নারায়ণগঞ্জের বন্দরে বাসচাপায় সুরেশ ডাকুয়া (৩৫) ও রাকেশ ডাকুয়া (৭) নামে দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা ও ছেলে। এই ঘটনায় নিহতের স্ত্রী সুরেষ ডাকুয়া নিপু রায় (৩০) আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর কেওঢালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

নিহতরা ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। শনিবার গ্রাম থেকে স্ত্রী-সন্তানসহ নারায়ণগঞ্জের বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজার জন্য এসেছিলেন সুরেশ ডাকুয়া। তার গ্রামে টেইলার্সের দোকান রয়েছে। এদিন পূজা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একই পরিবারের তিনজনকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশু রাকেশ ডাকুয়া মারা যায়। আর আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাতে থাকে। এ সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরেশ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার বিষয়ে কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, অজ্ঞাত বাসচাপায় দুজন মারা গেছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।