বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়রাম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ের গাড়ির ধাক্কায় ইয়াসিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইয়াসিন গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে মুলাইদ দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা পেশায় টায়ার ব্যবসায়ী।

জানা গেছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়রাম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ে ঝর্ণা আক্তার (৩০) তার চাচাতো ভাই কাউসার ও আলভিসহ পরিবারের অন্যান্য সদস্যরা গাড়ি নিয়ে নির্বাচনি প্রচারণায় বের হন। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির প্রাইভেটকার শিশু ইয়াসিনকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আঘাত পায়। উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনাস্থল এলাকায় শ্রীপুর থানার এসআই নাহিদ হাসান টহল ডিউটিতে রয়েছেন। এ ধরনের তথ্য আমাদেরকে কেউ জানায়নি। যতটুকু জানা গেছে, ওই শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।