জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মানিকগঞ্জ সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে পুলিশে দিলেন গ্রামবাসী। তাকে এক বিধবা নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. মোজাম্মেলকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ওই ইউপি সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করে গ্রামবাসী। মো. মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিধবা এক নারীর সঙ্গে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের কথা বলে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে ওই ইউপি সদস্য। বিষয়টি গ্রামবাসীর মাঝে ছড়িয়ে যায়। বুধবার দিবাগত রাতে ওই নারীর ঘরে ইউপি সদস্য মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে গ্রামবাসী। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারী বৃহস্পতিবার বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য মো. মোজাম্মেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’