ইয়াবা কেনার সময় যুবদল নেতা আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খান টিপুকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এম রহমান মার্কেটের সামনে থেকে ইয়াবা কেনার সময় তাকে আটক করা হয়।

টিপু জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিস খানের ভাতিজা। এ সময় শেখবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে স্বপন ওরফে রুবেলকেও আটক করে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মুন্সী এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ইয়াবা কেনাবেচার সময় তাদের আটক করে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা বলেন, ‘তিনি (টিপু) যদি এই কাজ করে থাকেন এবং তদন্ত করে যদি আমরা সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠন এরকম কোনও কাজের দায় নেবে না।’