আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আশুলিয়ায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুট গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, দুপুরে পবনারটেক এলাকার একটি ঝুট গুদামে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেডের দুটি ও পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে গোডাউন ও এর ভেতরে থাকা সমস্ত মালামাল।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।’

এদিকে, ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করে উচ্ছৃঙ্খল বেশ কয়েকজন ব্যক্তি। এ সময় সাংবাদিকদের ছবি ও ভিডিও নিতে বাধা প্রদান করেন তারা।