জঙ্গল থেকে কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহের উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অধীর সূত্রধর জেলার গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

অধীর সূত্রধরের ভাতিজা মুকুল সূত্রধর জানান, অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। সারা দিন বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যার পরেও তার সন্ধান না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংবাদ দেওয়া হয়। পরে বুধবার সকালে বনের মধ্যে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিবার গিয়ে লাশ শনাক্ত করে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, স্থানীয় লোকজন জঙ্গলে গরু চড়াতে গিয়ে সেগুনবাগানে মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।