ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকার অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা থেকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের ঢাকামুখি লেনে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নীরব রায়হান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আজকের মতো আমাদের আন্দোলন কর্মসূচি এখানে স্থগিত করা হলো। আগামীকাল ফের ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ একটি খুনি দল। ওরা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। ওদেরকে নিষিদ্ধ করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতে শিক্ষার্থীরা মহাসড়কের সাইনবোর্ড অংশ অবরোধ করে আন্দোলন করে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।