দেশে এলো ভারত থেকে আমদানি করা ২০টি রেলকোচ

ভারত থেকে আমদানি করা রেলকোচের মধ্যে ২০টি কোচ দেশে এসে পৌঁছেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে প্রবেশ করে। দর্শনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারত থেকে আমদানি করা ২০টি রেলকোচতিনি জানান, ভারত থেকে আমদানি করা যাত্রীবাহী ১২০টি রেলকোচের মধ্যে ৩য় দফায় আরও ২০টি রেলকোচ দর্শনায় এসে পৌঁছেছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিএমই পাকশী ঊর্দ্ধতন কর্মকর্তা হাসানুজ্জামান, ভারতের রেলওয়ে কর্মকর্তা অশোক দত্তের কাছ থেকে দর্শনা স্টেশনে কোচগুলো বুঝে নেন।

পরে, কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেলা ২টার দিকে সৈয়দপুরের উদ্দেশ্যে রেলকোচগুলো দর্শনা ত্যাগ করে।

আরও পড়ুন: খুলনা অঞ্চলে পণ্য তুলেছেন মাত্র ২৩ শতাংশ ডিলার, দেওয়া হয়নি তেল-খেজুর

/এমও/টিএন/