‘মংলা-ঘষিয়াখালী চ্যানেলে ১১০টি জাহাজ চলাচল করে’

মংলা-ঘষিয়াখালী চ্যানেলে বর্তমানে ১১০টি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত বিআইডব্লিউটিসি’র কন্টেইনার ভেসেল ‘এমভি উত্তরণ এক্সপ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী শাজাহান খানমন্ত্রী বলেন, ‘মংলা বন্দরে বিএনপির আমলে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়। আর বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে লোকসান কাটিয়ে গতবছর মংলা বন্দর লাভ করেছে ৬৫ কোটি টাকা। নিজস্ব ড্রেজার দিয়ে নদী খননের ফলে এখন বড় বড় জাহাজ আসছে। নদী রক্ষায় বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে নদী রক্ষা কমিশন।’

আওয়ামী লীগ ছাড়া কোনও সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘সরকারের সময়োচিত বিভিন্ন পদক্ষেপের ফলে মাওয়াসহ দেশের ফেরিঘাট ও ফেরিসমূহের উন্নয়ন করা হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে। বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের কথা স্বীকার করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খুলনা ২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (এম) রিয়ার অ্যাডমিরাল এস এ এম এ আবেদীন। স্বাগত বক্তৃতা রাখেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান। এসময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

/এমও/