ইবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ ডিসেম্বর

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে । ৪ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন পরীক্ষার্থী লড়াই করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‌‌‍‌‌‌‍‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৯ জন, ‘বি’ ইউনিটে ৩৬ জন, ‘সি’ ইউনিটে ৬৪ জন, ‘ডি’ ইউনিটে  ৯১ জন, ‘ই’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ৯২ জন, ‘এফ’ ইউনিটে ২৯ জন, ‘জি’ ইউনিটে ২৮ জন, ‘এইচ’ ইউনিটে  ৪১ জন শিক্ষার্থী।

প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং চতুর্থ শিফট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ( www.iu.ac.bd ) থেকে জানা যাবে।

আরও পড়ুন- 


কর্মীরা বরখাস্ত, কর্মকর্তারা বহাল তবিয়তে!

/আরএইচ/এফএস/