চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

বন্দুকযুদ্ধচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ওল্টু নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৭ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাসকররা গ্রামের একটি মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ওল্টু আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে।
র‌্যাব জানায়, প্রতিদিনের মতো খাসকররা গ্রামে নিয়মিত টহল দিচ্ছিলো র‌্যাব। টহল দলটি খাসকররা গ্রামের বাজার অতিক্রম করার সময় পাশের মাঠ থেকে একদল সন্ত্রাসী র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় ‘বন্দুকযুদ্ধ’। প্রায় আধা ঘণ্টা ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে  র‌্যাব ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ‘বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান, ‘নিহত ওল্টুর নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ৬ টি মামলা রয়েছে।’ 

/এএ/এমএনএইচ/