যশোরে তিন সফল বাবাকে সম্মাননা

Jessore Baba dibos Pic 18.06.17যশোরে তিন সফল বাবাকে সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় যশোর টাউন হল ময়দানে আলমগীর সিদ্দিকী হলে বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা দেওয়া হয়।

এবার সম্মাননা দেওয়া হয়েছে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, যশোর এমএম কলেজের সাবেক অধ্যাপক কাজীপাড়া এলাকার বাসিন্দা আবু তালেব ইসলাম এবং সদরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য চৌধুরী মনিরুজ্জামানকে। 

বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের আয়োজনে যশোরে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো বিশ্ব বাবা দিবস। অনুষ্ঠানে বাবাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, বাবাকে উৎসর্গ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সার্থক ও সফল তিন বাবাকে সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

উদযাপন পর্ষদের সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন পর্ষদের সদস্য সচিব প্রণব দাস। আলোচনা করেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, শিক্ষক তারাপদ দাস, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, সংবাদপত্র পরিষদের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, ওয়াসিম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছায় প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস উদযাপিত হয়।

/বিএল/