সেই তিন তলা বাড়ির মালিকের বয়স্ক ভাতার কার্ড বাতিল

তিন তলা বাড়ির মালিক নিশি কান্তের বয়স্ক ভাতার কার্ড বাতিলঅবশেষে তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহার বয়স্ক ভাতার কার্ডটি বাতিল করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান লাল কালী দিয়ে কার্ডটি কেটে তার উপর বালিত লিখে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, রবিবার ‘তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড’ শিরোনামে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্র পত্রিকায় একটি খবর প্রকাশিত হলে প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় উঠে। এলাকাবাসীর মধ্যেও ব্যাপক ক্ষোভের সঞ্চায় হয়।

ইউএনও ছাদেকুর রহমান জানান, বাংলা ট্রিবিউনে সংবাদটি পড়ার পর তিনি বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পান। সোমবার তিনি কার্ডটি বালিত করে দেন।

নিশি কান্তের বয়স্ক ভাতার কার্ড বাতিলতিনি বলেন, ‘ আসলে একার পক্ষে সব কিছু সব সময় দেখে ওঠা সম্ভব হয় না। যেকোনোভাবে তিনি কার্ডটি পেয়ে গিয়েছিলেন। আমরা সেটি বাতিল করে দিয়েছি।

তিনি জানান,এই এলাকায় ইষ্টম নামের এক দরিদ্র ও অসহায় ব্যক্তি আছেন। প্রাথমিকভাবে তাকে কার্ডটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক বলেন, নিশি কান্ত সাহা যে তিন তলা বাড়ির মালিক তা সরেজমিনে গিয়ে সত্যতা মিলেছে। বিষয়টি উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানকে জানানোর পর তিনি কার্ডটি বাতিল করে দেন।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড!