কলকাতা থেকে ৬৩ যাত্রী নিয়ে বাংলাদেশে এলো 'বন্ধন এক্সপ্রেস'

বন্ধন এক্সপ্রেসখুলনা-কলকাতা রুটের প্রথম ট্রেন 'বন্ধন এক্সপ্রেস' যাত্রী পরিবহনের দ্বিতীয় দিনে ৬৩ জন যাত্রী ও ৮ জন স্টাফ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে যশোরের বেনাপোলে পৌঁছায় ট্রেনটি। ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে ১০টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি খুলনার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।
ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান , ‘৮ জন স্টাফ ও ৬৩ জন যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টার সময় বেনাপোল স্টেশনে পৌঁছায়। সুন্দরভাবে পাসপোর্ট ও কাস্টমসের কাজ সম্পন্ন করা হয়। এরপর ১০ টা ৪৫ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। আজ বিকালে ট্রেনটি ১১২ জন যাত্রী নিয়ে খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।’
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ‘সপ্তাহে প্রতি বৃহস্পতিবার একই সময়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনে ৪৫৬টি সিটের ব্যবস্থা রয়েছে। যাত্রী পরিবহনের দ্বিতীয় দিনে ৬৩ জন যাত্রী নিয়ে ট্রেনটি বাংলাদেশে এসেছে।’
কলকাতা থেকে আসা পাসপোর্ট যাত্রী সালমা বেগম বলেন, খুলনা-কলকাতা ট্রেনে ভ্রমণ আরামদায়ক হলেও ভাড়া বেশি হওয়ার কারনে আশানুরূপ যাত্রী হচ্ছে না। খুলনা থেকে বাসে বেনাপোলে আর বনগাঁ থেকে কলকাতায় যেতে মাত্র ১৮০ টাকা খরচা হয়। সে ক্ষেত্রে এই ট্রেনের ভাড়া অনেক। ভাড়া কমানো হলে যাত্রীর পরিমাণ বাড়বে বলে আশা করা যায়।