বাগেরহাটে শেষ হলো জেলা ইজতেমা

বাগেরহাটে শেষ হলো জেলা ইজতেমাআখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতে অংশ নেন প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদ তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা আবুদল হামিদ মাসুম বিল্লাহ। মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।

আখেরি মোনাজাতের সময় ইজতেমাস্থল ছাড়াও আশপাশের বিভিন্ন সড়ক মানুষ দোয়ায় শরিক হন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বাগেরহাট শহরের সরকারি স্কুল মাঠে এই ইজতেমা শুরু হয়। হেদায়েতি বয়ান, ধর্মীয় আলোচনা ও জিকির-আজকারের মধ্য দিয়ে তিন দিন পার করেন জামাত বেঁধে ইজতেমায় আসা মুসল্লিরা।বাগেরহাটে শেষ হলো জেলা ইজতেমা

তাবলিগ জামাতের বাগেরহাট মার্কাজের সুরা সদস্য মাওলানা মাকসিম জানান, ‘শান্তিপূর্ণভাবে এই জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আখেরি মোনাজাতের পর জেলার অর্ধশতাধিক জামাত ইসলামের দাওয়াত দিতে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে রওনা হয়েছেন।’

শনিবারের আখেরি মোনাজাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাকী তালুকদারসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।