মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের জুতার কেডসের ভেতর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রটি বলেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুইজন ভারতীয় ট্রাক চালক ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম ,ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান বাহিনী নিয়ে আগে থেকেই অবস্থান নেয়।
পরে ভারতীয় নাগরিক সুমন ও রাকেশ বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের পায়ে থাকা কেডসের মধ্যে তল্লাশি করে ভারত থেকে পাচার করে আনা ৪ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম হুন্ডির টাকাসহ দুইজন ভারতীয় ট্রাক চালকের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।