জনগণ সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে: হানিফ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘মশা নিধনে ওষুধ দেওয়া হচ্ছে। গণসচেতনতা সৃষ্টির জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ, জনগণ সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে। আশা করছি শিগগিরই এ সমস্যা আর থাকবে না।’

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই। কারণ, এটা কারও সৃষ্টি নয়। বিএনপি থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নাকি দলটির অফিসের সামনে এডিস মশা ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তারা আক্রান্ত হন। এ ধরনের হাস্যকর, রুচিহীন কথাবার্তা যারা বলেন, তাদের কথা শোনা বা জবাব দেওয়ার কোনও যৌক্তিকতা নেই।’

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলন কর্মসূচির ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না। কারণ, যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না।’

তিনি আরও বলেন, ‘এতিমের টাকা মেরে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের কোনও দায় নেই। জনগণ চায় না খালেদা জিয়া বাইরে থাকুন। বিএনপি এটা বুঝতে পেরে অন্য পথ খোঁজার চেষ্টা করছে। কিন্তু আন্দোলনের নামে এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর কেউ ছাড় পাবে না। সরকার জানে কীভাবে সন্ত্রাস দমন করতে হয়। আমরা কঠোর হাতে যেকোনও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।