ডলার ও রুপিসহ হুন্ডি পাচারকারী আটক

বেনাপোলে ডলার ও রুপিসহ আটক নারী হুন্ডি ব্যবসায়ী

যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার ৪শ’ আমেরিকান ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ এক নারী হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক নারীর নাম সুরাইয়া বেগম (৫০)। শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম এ কথা জানান।

আটক সুরাইয়া বেগম ঢাকার উত্তরার তুরাগ এলাকার ৯ নম্বর রোডের ৪১ নম্বর হাউজিংয়ের শাহ আলমের স্ত্রী। 

আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাসে করে সুরাইয়া বেগম নামে এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকায় যাচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে ওই নারীর ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪শ’ ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। তাকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, ডলার ও রুপিসহ এক নারী হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।