মাগুরায় ডাকাত দলের ৭ সদস্য আটক





মাগুরা সদর থানার সামনে ডাকাত দলের সাত সদস্যমাগুরায় গরু চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা সদরের আঙ্গারদাহ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী ও পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একটি করে ট্রাক, রামদা, টর্চ লাইট ও মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাগুরা সদর থানার কমিউনিটি পুলিশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।


আটক ব্যক্তিরা হলো—ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মুরাইল পূর্বপাড়ার শিমুল মোল্ল্যা (৩৫), কান্দাকুল গ্রামের মিলন শেখ (২৫), সদর উপজেলার কানাইপুর ছোনপচা গ্রামের দিদার মিয়া (২৬), শ্রীফলতলী গ্রামের সুমন শেখ (২৫), পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের আলমগীর হোসেন (২৮), মধুখালী উপজেলার পাইকপাড়ার মিরাজ হোসেন (৪০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়ার মোশাররফ মোসা (৩৫)।
পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে আঙ্গারদাহ গ্রামে ডাকাতির জন্য যায় একদল ডাকাত। এসময় গ্রামবাসী ও পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ডাকাতি হওয়া ১৪টি গরু উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে মাগুরা পৌর এলাকার লক্ষ্মীকান্দর রুহাত ডেইরি ফার্ম থেকে সাতটি গরু ডাকাতি হয়। এছাড়া সদর, শ্রীপুর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কমপক্ষে ২০টি গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে।