গাংনীতে বাল্যবিয়ের চেষ্টা, দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা





ভ্রাম্যমাণ আদালতমেহেরপুরের গাংনী উপজেলায় আলাদা দুটি বল্যবিয়ে চেষ্টার ঘটনায় দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ধলা ও হিন্দা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর রামকৃষ্ণপুর ধলা গ্রামে স্কুলছাত্রী মাহফুজা খাতুনের বাল্যবিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যার পর আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবারের লোকজন। সেখানে পুনরায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আমিনুলের সঙ্গেই মাহফুজার বিয়ের কথা ছিল।
এদিকে, এদিন রাতেই আরেক বাল্যবিয়ের খবর পাওয়া যায় একই উপজেলার হিন্দা গ্রামে। দশম শ্রেণির ছাত্রী রোকসানা খাতুনকে বিয়ে করতে যান ঢেপা গ্রামের ফিরোজ হোসেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার অভিযান চালিয়ে ফিরোজকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পায় ফিরোজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, ‘বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৯ এর ৮ ধারায় তাদের অর্থদণ্ড করা হয়।’