চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: হানিফ

Kushtia Hanif Pic-02.04.2020আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'করোনাভাইরাস একটি সংক্রামক ব্যাধি। এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় সচেতনতা। তাই সকলকে সচেতনতা অবলম্বন করে এই সমস্যাকে মোকাবিলা করতে হবে। মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি অনেক হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে গিয়ে ভর্তি হতে পারছেন না। ডাক্তাররা ঠিকমতো দেখছেন না, এটা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতিতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।'

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া প্রশাসকের সভাকক্ষে এক বৈঠকে যোগ দেওয়ায় আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ চিকিৎকদের অনুরোধ করে বলেন, 'চিকিৎসাসেবা একটি মহান সেবামূলক পেশা। আপনাদের মানবতা নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কে করোনা রোগে আক্রান্ত আর আক্রান্ত নয় সেটাও শনাক্ত করার দায়িত্ব আপনাদের।'

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'যে কোনও রোগী চিকিৎসা নিতে গেলে তাকে প্রাথমিকভাবে দেখুন, শনাক্ত করুন। সে কোনও ধরণের রোগে আক্রান্ত হলে তাকে সেইভাবে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিন। পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিশ্চুপ না থেকে দেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।'

এরপর তিনি জেলা প্রশাসক কার্যালয়ে অতিথি হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আসলাম হোসেন। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।