শপিং মলের ছাদে কেনাবেচা, ৬২ হাজার টাকা জরিমানা

ছাদে কেনা-বেচার সময় পুলিশের অভিযানচুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান বন্ধ রেখে শপিং মলের ছাদে বাজার বসিয়ে দ্রব্যাদি কেনাবেচা করায় ৩১ জন ক্রেতা-বিক্রেতাকে ৬২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) দুপুরে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ তথ্য জানান। 

জানা যায়, শুক্রবার (১৫ মে) থেকে চুয়াডাঙ্গায় মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না জেলার অনেক ব্যবসায়ীরা। দোকান তালাবদ্ধ রেখে শপিং মলের ছাদে চলছে বেচা-কেনা। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ছাদ থেকে বিক্রেতা ও ক্রেতাদের বাইরে বের করে দেন।

ছাদ থেকে ক্রেতা বিক্রেতাদের নামিয়ে দেওয়া হচ্ছেপরে শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ফিরোজ হোসেন। এ কাজে সহযোগিতা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (১) ধারাসহ বিভিন্ন আইনে এসব জরিমানা আদায় করা হয়। ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই এই জরিমানা আদায় করা হয়।