চুয়াডাঙ্গায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

 

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দর্শনায় বেআইনিভাবে এসিড ব্যবসার অপরাধে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে দর্শনার স্বর্ণ পট্টিতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বেআইনিভাবে এসিড সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

অপরদিকে, দর্শনা রেল বাজারে ওষুধ ফার্মেসি, কনফেকশনারি দোকান ও হোটেল-রেস্তোরাঁ’সহ ছয়টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে একই ভ্রাম্যমাণ আদালত।