খুলনায় বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা

খুলনায় করোনাভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরুর পর থেকে দিনে দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে টিকা গ্রহণকারীর সংখ্যা আগের দিনের দেড় গুণ বৃদ্ধি পায়। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে গ্রহণকারীর সংখ্যা বেড়েছিল প্রায় তিনগুণ। বুধবার খুলনায় ৪ হাজার ১৬২ জন টিকা গ্রহণ করেন।

খুলনার সিভিল সার্জন মো. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘বুধবার খুলনায় ৪ হাজার ১৬২ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৬৯ জন পুরুষ ও এক হাজার ৯৩ জন নারী রয়েছেন। জেলার বটিয়াঘাটায় ৩১০ জনকে, দাকোপে ২২৪ জনকে, দিঘলিয়ায় ১১০ জনকে, ডুমুরিয়ায় ২৬৮ জনকে, ফুলতলায় ২০০ জনকে, কয়রায় ১৯৩ জনকে, পাইকগাছায় ২৭০ জনকে, রূপসায় ১২৮ জনকে, তেরখাদায় ১২৮ জনকে ও কেসিসি এলাকায় ২ হাজার ৩৩১ জনকে টিকা দেওয়া হয়েছে।  খুলনায় ৪ দিনে মোট টিকা নিয়েছেন ৯ হাজার ৫৩০ জন।

বুধবার জেলায় করোনাভাইরাস ভ্যাক্সিন প্রদান কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান টিকা নেন। টিকা নেওয়ার পর জেলা প্রশাসক বলেন, ‘অত্যন্ত সুন্দর পরিবেশে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং টিকা গ্রহণের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ তিনি যথাযথ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে চতুর্থ দিন টিকা গ্রহণ করেছেন এক হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৪৪৩ জন ও ৪৯২ জন নারী রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত জানান, তার জেলায় চতুর্থ দিনে ৯৫১ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন– পুরুষ ৭০০ জন ও নারী ২৫১ জন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, চতুর্থ দিন এখানে ২ হাজার ৪০২ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৪২ জন ও নারী ৬৬০ জন।

নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের চতুর্থ দিন এখানে ৯৮১ জন পুরুষ ও ৫৯৬ জন নারীসহ এক হাজার ৫৭৭ জন টিকা গ্রহণ করেছেন। 

মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, চতুর্থ দিনে টিকা গ্রহণ করেছেন এক হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯২০ জন ও নারী ৫৩৭ জন।