ঈদের দিন খুলনার কোয়ারেন্টিন থেকে মুক্তি পাচ্ছেন ১২১ জন

খুলনায় ঈদের দিনেই কোয়ারেন্টিন থেকে মুক্ত পাচ্ছেন ভারত ফেরত ১২১ নাগরিক। বাকি ৪১৫ জনের ঈদ কাটাতে হবে খুলনার কোয়ারেন্টিন সেন্টারে। তাদের জন্য এ দিনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী বলেন, খুলনার বিভিন্ন স্থানে হোটেল ও সরকারি প্রতিষ্ঠান মিলে ১৩টি কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। যেখানে পাঁচ শতাধিক ভারত ফেরত নাগরিক রয়েছেন। যারা কোয়ারেন্টিনে রয়েছেন শুক্রবার ঈদের দিন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, খুলনার ১৩টি কোয়ারেন্টিন সেন্টার থেকে ১২১ জন ভারত ফেরত মুক্তি পাচ্ছেন ঈদের দিন। এছাড়া বাকিদের ১৪ দিন পূর্ণ হলেই মুক্তি দেওয়া হবে। তবে যারা কোয়ারেন্টিন ছিলেন তাদের মধ্য থেকে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

প্রথম দফায় যশোর থেকে ১৪০ জনকে ছাড়পত্র দেওয়া হলেও খুলনার থাকা ভারত ফেরতদের কারও ১৪ দিন পূর্ণ না হওয়ায় তারা ছাড়পত্র পাননি। তাই খুলনা থেকে প্রথমবারের মতো শুক্রবার (১৪ মে) অর্থাৎ ঈদের দিনই ছাড়পত্র পাচ্ছেন ১২১ জন। বাকি ৪১৫ জনের ঈদ কাটবে কোয়ারেন্টিনেই।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সকল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এ সময় চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টিনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান। এ সময় কয়েক দফায় মোট ২ হাজার ৮০০ ভারত ফেরত নাগরিক যশোরের বেনাপোল বন্দর থেকে দেশে প্রবেশ করেন। যার মধ্যে ৫৩৬ জনকে খুলনার ১৩ কোয়ারেন্টিন সেন্টারে আনা হয়। হোটেল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৩টি স্থানে তারা এভাবে রয়েছেন।