ছুটি না নিয়েই খুলনা থেকে কুষ্টিয়ায় যান এএসআই সৌমেন

কুষ্টিয়ায় শিশুসহ তিন জনকে গুলি করে হত্যায় অভিযুক্ত খুলনার ফুলতলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায় কর্মস্থল থেকে ছুটি না নিয়েই কুষ্টিয়ায় যান। রবিবার (১৩ জুন) বিকালে খুলনার পুলিশ সুপার (এসপি) মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন।

এসপি জানান, ফুলতলা থানার পাশে তাজপুরে সৌমেন প্রথম স্ত্রী লাকী রায় ও দুই সন্তানসহ বসবাস করতেন। ঘটনার পর লাকী রায়ের সঙ্গে পুলিশের কথা হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি অফিসিয়াল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার বেলা ১১টার দিকে গুলি করে স্ত্রী আসমা খাতুন (৩০), সৎ ছেলে রবিন (৬) ও বিকাশকর্মী শাকিল খানকে (৩৫) হত্যার অভিযোগ ওঠে এএসআই সৌমেনের বিরুদ্ধে। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

আরও খবর: স্ত্রী-সন্তানসহ ৩ জনকে গুলি করে হত্যা, পুলিশ কর্মকর্তা আটক