X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী

রংপুর প্রতিনিধি 
০৩ জুলাই ২০২৫, ১৭:৫১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:৫১

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‌‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক ভোট আরও বেশি দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে। এতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বন্ধ হয়ে যাবে। এমন হলে তো স্থানীয় এলাকার কেউ নেতা হতে পারবে না।’ 

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আজকে নানা কথা সামনে আনা হচ্ছে—আনুপাতিক ভোট। কেন আনুপাতিক ভোট? এটা তো এলাকার নেতৃত্ব গঠনের পথ রুদ্ধ করবে। কেউ যদি দীর্ঘদিন এলাকায় থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতা হন, তাকেও তো তখন দলীয় সিদ্ধান্তে বাদ দেওয়া হতে পারে। এতে আরও বেশি স্বৈরশাসনের দিকে যাওয়া হবে। যারা বৈধ ভোটার, তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। যে দলের প্রার্থীরা সর্বোচ্চ ভোট পাবে, তারাই সরকার গঠন করবে। ১৮ কোটি মানুষের দেশে যেখানে ১২ কোটি ভোটার, সেখানে কীভাবে আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে—তা বুঝতে পারছি না। এটি গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি।’

আওয়ামী লীগের মতো ‘রক্তপিপাসু’ দল যাতে আর ক্ষমতায় না আসতে পারে, সেজন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘গণতন্ত্র মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে মুক্তভাবে সমালোচনা করা, ভিন্নমত প্রকাশ করা। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ কর্মসূচি নিয়ে কাজ করবে। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে—এটাই হওয়া উচিত।’

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের এমন আচরণ করতে হবে, যাতে কোনও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কোনও চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপি বা এর কোনও অঙ্গ সংগঠনের নাম না জড়ায়, সেটি নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী, জেলা ড্যাবের আহ্বায়ক মো. খালেকুজ্জামান বাদল, সদস্যসচিব অধ্যাপক মো. দেলোয়ার হোসেন সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক নিখিলেন্দ্র শংকর গুহ রায় ও সদস্যসচিব শরিফুল ইসলাম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
সর্বশেষ খবর
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
এশিয়ান কাপে বাংলাদেশ উঠলেও চ্যাম্পিয়ন্স লিগে নেই দেশের কোনও ক্লাব!
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা