খুলনার করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। করোনা পজিটিভ পাঁচ রোগীর একজন খুলনার ও বাকি চার জন বাগেরহাটের। এ নিয়ে করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো। বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এখানে ১৩৯ জন ভর্তি রয়েছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে। তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ রোগী ভর্তি ছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৭০ জন এবং বাকি ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৮ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৫০ জন। এ সময়ে মারা গেছেন ৯ জন। ৫ জন ছিলেন করোনা পজিটিভ।

এদিকে করোনা পরিস্থিতির ক্রম অবনতির মুখে খুলনা জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী রবি অথবা সোমবার করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, এ কারণে প্রাথমিকভাবে ওই শয্যাতেই করোনা ইউনিট চালু করা হবে।