যশোরে একদিনে ২৫৩ জনের করোনা শনাক্ত

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ২৫৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৮ শতাংশ। আজ মারা গেছেন ১০ জন। এর মধ্যে ছয়জন করোনা রোগী এবং অপর চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ২, ঝিকরগাছায় ১, অভয়নগরে ১, চৌগাছায় ১ ও মণিরামপুরে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ ছিলো এমন চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩৭ জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, উচ্চঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯ ইউনিয়নে সরকারি বিধিনিষেধ সম্প্রসারণ করা হয়েছে। বিধিনিষেধ না মানায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।