খুলনায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

খুলনায় সরকারি-বেসরকারি পাঁচ হাসপাতালে করোনা ইউনিট খুলে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে রোগীদের। এর মধ্যে চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তবে পাঁচ হাসপাতালে ৫৬২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৫০ জন। বর্তমানে শয্যা খালি আছে ২১২টি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, আমাদের হাসপাতালে ২০০ শয্যা। করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। ছাড়পত্র নিয়েছেন ১২ জন। করোনায় মারা গেছেন একজন।তিনি বাগেরহাটের শারমিন বেগম (৩০)।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে শয্যা ৪৫টি। সবগুলো করোনা রোগীতে ভর্তি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন। ছাড়পত্র নিয়েছেন তিন জন। আইসিইউতে ভর্তি ১০ জন। মারা গেছেন একজন। তিনি খুলনা মহানগরীর মিয়াপাড়ার আক্তারুজ্জামান (৪৭)।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ৮০ শয্যার মধ্যে ৪৭টিতে করোনা রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। ছাড়পত্র নিয়েছেন ১৪ জন। মারা গেছেন একজন। তিনি বাগেরহাটের রামপালের হায়দার হোসেন (৬০)।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান বলেন, ১৫০ শয্যার মধ্যে ৬৮টিতে করোনা রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়েছেন ১৮ জন। আইসিইউতে আট জন। মারা গেছেন তিন জন। তারা হলেন বাগেরহাটের রেখা বেগম (৫০), সাতক্ষীরার লুৎফুর রহমান (৬৫) ও ঝিনাইদহের মনি মোহন বিশ্বাস (৩৮)।

খুলনার বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট কর্তৃপক্ষ জানায়, ৮৭ শয্যার ৬৩টিতে করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন নয় জন। ছাড়পত্র নিয়েছেন ১৩ জন। আইসিইউতে ভর্তি সাত জন। তবে এই সময়ে কেউ মারা যায়নি।