খুলনায় জুনের চেয়ে জুলাইয়ে তিন গুণ বেশি মৃত্যু

গত জুলাই মাসে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় এক হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। এক মাসে এটি বিভাগের সর্বাধিক মৃত্যু। একই মাসে সর্বাধিক ৩৬ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ডও হয়েছে জুলাই মাসে। গত জুন মাসে বিভাগে মৃৃত্যু হয়েছিল ৪২৫ জনের। সে হিসাবে জুনের চেয়ে জুলাই মাসে তিন গুণ বেশি মৃত্যু হয়েছে। জুনে করোনা শনাক্ত হয়েছিল ২২ হাজার ৬২৬ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য জানিয়েছে। একদিনে খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল ৯ জুলাই। ৭ জুলাই সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, অসচেতনতা ও মাস্ক ব্যবহারে অনীহা এবং করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পাশাপাশি করোনা শনাক্ত হওয়ার পর শেষ মুহূর্তে হাসপাতালে আসায় মৃত্যু বেড়েছে। হাসপাতালে জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্বল্পতা, অক্সিজেন সংকট, সতকর্তার ক্ষেত্রে সাধারণ মানুষের উদাসীনতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা মৃত্যুর সংখ্যা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সংক্রমণের শুরু থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জনের। মৃতের সংখ্যা দুই হাজার ৩৮৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৭৮৬ জন। 

এখন পর্যন্ত মৃত্যুর দিক থেকে খুলনা শীর্ষে রয়েছে। খুলনায় মারা গেছেন ৬২৪, কুষ্টিয়ায় ৫৫৩, যশোরে ৩৪৪, ঝিনাইদহে ২০২, চুয়াডাঙ্গায় ১৬১, মেহেরপুরে ১৩৭, বাগেরহাটে ১২৩, নড়াইলে ৯২, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৬৭ জন।