কেন্দ্রে মাস্তানি করতে এসে ধরা

যশোরের গঙ্গানন্দপুর ইউনিয়নে ভোটারদের কেন্দ্রে প্রবেশ বাধা দেওয়া এবং মাস্তানির অভিযোগে রাকিব নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে পুলিশের টহল টিমের এসআই সুমনের হাতে রাকিবকে তুলে দেওয়া হয়। 

আটক রাকিব যশোর শহরের জেলা স্কুল এলাকায় ভাড়া থাকেন। পেশায় তিনি মোটরসাইকেল মেকানিক।

এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আসছেন। উনারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

আটক রাকিব জানান, রাতে যশোর থেকে নৌকা মার্কার ভোট করতে সাব্বির নামে এক বন্ধুর সঙ্গে তিনি গঙ্গানন্দপুরে আসেন। সকালে ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে তার হাতাহাতি হয়। এ সময় সাব্বিরসহ অন্যরা পালিয়ে যেতে পারলেও তিনি ধরা পড়েন। 

ব্যাঙদহ এলাকার কছিমউদ্দিন (৫০) বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রে ভোট দিতে এলে বহিরাগত ছয় থেকে সাত জন যুবক কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। আমরা ভোট দিতে চাইলে তারা আমাদের মারধর করে। ওই সময় স্থানীয়রা ধাওয়া দিলে অন্যরা পালাতে পারলেও একজন ধরা পড়েন। তাকে পরে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন—
ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
রায়পুরায় নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো যুবকের