যশোর বোর্ডে এইচএসসি দিচ্ছেন ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস বিলম্বে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে যশোর শিক্ষা বোর্ড থেকে অংশ নিয়েছেন এক লাখ ৩১ হাজার ১৫৯ শিক্ষার্থী। 

তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৯ হাজার ৩৪১, মানবিক বিভাগে ৯৪ হাজার ২১৬ এবং বাণিজ্য শাখার  ১৭ হাজার ৬০২ পরীক্ষার্থী রয়েছেন।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের ১০ জেলার ২২৭টি কেন্দ্রে আজ সকাল ১০টা থেকে পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টায় সাধারণ বিজ্ঞান এবং খাদ্যপুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র রসায়ন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান প্রথমপত্র ও লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষা হবে।

এদিকে, দেড় ঘণ্টা সময়ের পরীক্ষায় সম্পন্ন করতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ১০ জেলায় একাধিক ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।

মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। দেশের দুই হাজার ৬২১টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হচ্ছে। এ ছাড়া বিদেশের আটটি কেন্দ্রে এবার ৪০৬ জন পরীক্ষা দিচ্ছেন।