বঙ্গোপসাগরে ট্রলারডুবি: দুই লাশ উদ্ধার এখনও নিখোঁজ ১৩ জেলে 

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় তাদের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে কোস্ট গার্ড।

লাশ উদ্ধার হওয়া দুই জন হলেন- বাগেরহাটের বাসাবাটি এলাকার আনোয়ার শেখের ছেলে আল মামুন শেখ ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আজিজ খার ছেলে ইসমাইল শেখ। তারা দুই জনই জেলে।

এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এর একদিন পর এই দুই জনের লাশ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেক জেলে।

দুবলার ফরেস্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় জানান, এখনও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। এসব জেলেরা দুবলার চরে শুঁটকি প্রক্রিয়া কাজের সঙ্গে জড়িত। শুঁটকির জন্য মাছ ধরতে শুক্রবার সমুদ্রে যান। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাতে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৫০ জন জেলে জীবিত অবস্থায় কূলে উঠতে পেরেছেন। এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন। হয়তো তারা বেঁচে নেই। শীতকাল তাই তাদের লাশ ভেসে উঠতে সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড, বনবিভাগ ও দুবলা ফিশারম্যান গ্রুপ চেষ্টা চালাচ্ছেন বলে জানান সুন্দরবন বিভাগের দুবলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম বিল্লাহ।