বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারতের ভূখণ্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

লিটন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  শনিবার রাত ১০টার দিকে ভারতের নদীয়া জেলার হোগলবাড়ীয়া থানার ওসি ফোন করে জানান বিএসএফের গুলিতে রাত সাড়ে ৮টার দিকে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মরদেহের ছবিও পাঠান তারা। ছবিটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকুল হোসেন মাস্টারকে দেখানো হলে নিহত ব্যক্তিকে তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিলগাথুয়া গ্রামের লিটন বিশ্বাস বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।