বেনাপোলে ভারতীয় ৫ ট্রাকে আগুন

বেনাপোল বন্দরের টিটিআই মাঠে ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় পাঁচটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকগুলোতে থাকা ব্লিচিং পাউডার পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও লিংক রোড এলাকায় কয়েকটি ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লেগে পণ্যসহ ট্রাকগুলো ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। এরপরেও বন্দর কর্তৃপক্ষ ব্লিচিং পাউডারের বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্লিচিং পাউডার অতিরিক্ত গরম ও পানি লাগলেই তাতে আগুন ধরে যায়। ভোরের দিকে হঠাৎ করে ব্লিচিং পাউডার বোঝাই একটি ট্রাকে আগুন লেগে যায়। পরে পাশের আরও চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হয়তো ব্লিচিং বোঝাই ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, অতিরিক্ত গরমের কারণে সাধারণত ব্লিচিং পাউডারে আগুন ধরে যায়। তবে কী কারণে ট্রাকে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।