৬ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

টানা ছয় দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়।

ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে এবার ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি থাকায় ছয় দিন বন্ধ ছিল দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। 

বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও বন্দর সংশ্লিষ্ট কাজে তেমন কাউকে দেখা যায়নি। কাস্টমস ও বন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকলেও ব্যবসায়ী না থাকায় তেমন কোনও কাজ হয়নি। তবে কাস্টমস কমিশনারসহ অনেকে অফিস করেছেন। দুই দেশের মধ্যে যাত্রী পারাপারের জন্য বেনাপোল চেকপোস্ট স্বাভাবিক আছে। 

সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হলেও তা চলছে ধীরগতিতে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৮টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ২৯ এপ্রিল থেকে ৪ মে ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমসের কার্যক্রম। বৃহস্পতিবার আমদানি-রফতানি সচল হলেও সব স্টাফ কাজে যোগ না দেওয়ায় ধীরগতিতে চলছে কার্যক্রম। তবে আগামী রবিবার থেকে কার্যক্রম পুরোদমে চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ছয় দিন পর আজ একদিন অফিস খোলা। এজন্য আগেই কাস্টমস ও বন্দরের অনেক কর্মকর্তা বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। তবে কাস্টমস ও বন্দরের দু’চার জন কর্মকর্তা অফিস করেছেন। ছুটির আগে শুল্কায়ন করা ফাইলগুলো আজ বন্দর থেকে খালাস হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা সিকদার বলেন, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির পর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম সচল হয়েছে। বন্দর খোলা রেখে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম চলছে। তবে ধীরগতিতে। দুপুর ২টা পর্যন্ত ৯৮টি পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকেছে।