সয়াবিন তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

সয়াবিন তেল, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছে গণকমিটি মাগুরা জেলা। সোমবার (৯ মে) সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গণকমিটির আহ্বায়ক এ টি এম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সামছুন নাহার জোছনা ও বাশারুল হায়দার বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি করায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। ফলে সীমিত আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। এ সময় সরকারের কাছে দ্রুত নিত্যপণ্যের দাম কমানো ও অসাধু ব্যবসায়ীদের বিচার দাবি করেন তারা।