কেন্দ্রে ঢুকে নৌকায় ভোট চাওয়ায় নারী মেম্বার আটক

মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সুফিয়া খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। 

সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। তার ভাই মোমিনুল ইসলাম এবার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী।

ইউনিয়নের নির্বাচনে দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, কেন্দ্রের ভেতর আধাঘণ্টা ধরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছিলেন সুফিয়া। বুথের ভেতরও তাকে সরাসরি দেখা যায়। এছাড়া তিনি জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষমা চান তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেছে।

তিনি আরও জানান, সুফিয়া খাতুন বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোমিনুলের আপন বোন বলে জানা গেছে।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর এবং শ্যামপুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।