১১ বছর পর দুই ইউনিয়নে নির্বাচন, ইভিএমে ধীরগতি

দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ও পাগলাকানাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ দুটি ইউনিয়নে এবারই প্রথম ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোট দিতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ইভিএমে ভোট দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। প্রতিটি ভোট দিতে প্রায় ১০ মিনিট সময় লাগছে। এছাড়া বয়স্কদের আঙুলের ছাপ নিতে সমস্যা দেখা দিচ্ছে।

সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্জীব কুমার বৈদ্য জানান, এবারই প্রথম ইভিএমে ভোট দিচ্ছে এই ইউনিয়নের ভোটাররা। ভোট দিতে কিছুটা সময় লাগছে। এর কারণ মক ভোটিংয়ে ভোটাররা না আসা। তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

সুরাটে ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৯৫০ জন। পুরুষ ৫ হাজার ৫৪৭ এবং নারী ৫ হাজার ৪০৩ জন। পাগলাকানাই ইউনিয়নে মোট ভোট ১৪ হাজার ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৪ এবং নারী ভোটার রয়েছে ৭ হাজার ২৪০ জন।

পাগলাকানাই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আতাউর রহমান আতা এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি নৌকা প্রতীকে, আশরাফ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে, বহিষ্কৃত সাবেক জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ লাল মোটরসাইকেল প্রতীক নিয়ে এবং সাবেক আনসার কমান্ড্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল্লাহ বাবলু অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সীমানা জটিলতা মামলায় ঝিনাইদহ সুরাট ও পাগলাকানাই ইউনিয়নে ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ সালের জুন মাসে সর্বশেষ এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় আদালতের নির্দেশে নির্বাচন চলছে।