প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া মহাশ্মশান ঘাট সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুন বাগচী বাপ্পির ছেলে। কুমারখালী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরের গত বছরের দুর্গা পূজার প্রতিমা বিসর্জন শেষে দীপ্ত নদীতে গসলে করছিলেন। এ সয়ম স্রোতে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় ও পূজা বিসর্জন দিতে আসা ব্যক্তিরা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে একটি যুবক পানিতে ডুবে মারা গেছে। নিহতের পরিবারের থেকে অভিযোগ না করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।