অস্ত্র-মাদকসহ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহ্বায়ক জেড এম সম্রাটকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১২। এ সময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তিন জনের বিরুদ্ধে মামলার পর কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম ও শহর মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাট (৩৩), দুই সহযোগী পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) ও জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)। 

মোহাম্মদ ইলিয়াস খান  বলেন, দীর্ঘদিন ধরে টেন্ডার, জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি, তুলে নিয়ে মুক্তিপণ আদায় ও টর্চার সেলে নিরীহ লোকদের ধরে এনে নির্যাতন করে চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত সম্রাট। তার বিরুদ্ধে প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। একাধিক অভিযোগ ও জিডি সূত্রে র‍্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরের অফিসে অভিযান চালায়। এ সময় সেখানে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার, ইয়াবা, ফেনসিডিল, ৪টি ওয়াকিটকি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।