অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির দাফন সম্পন্ন

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) লাবণি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালিদাহ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। শুক্রবার (২২ জুলাই) সকালে লাবণির ছোট ভাই হাসনাত আজম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের পর রাতে লাশ হস্তান্তর করে মাগুরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দাফন সম্পন্ন করা হয়। আপুর মৃত্যুতে আব্বু-আম্মু অসুস্থ হয়ে পড়েছেন।’

আরও পড়ুন: দুই পুলিশের ‘আত্মহত্যার’ যোগসূত্র তদন্ত করছে পুলিশ

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এডিসি লাবণির লাশ উদ্ধারের ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শ্রীপুর  উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘গলায় ফাঁস’ দেন লাবণি। উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন—

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

কেন ‘আত্মহত্যা’ করলেন লাবণি?