শটগান দেখিয়ে ছাত্রলীগ নেতাকে হুমকি

পিরোজপুরের পিটিআই মোড় এলাকায় গত ১৮ জুলাই বিকালে বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলে থাকা পিরোজপুর পৌর ছাত্রলীগ সভাপতি আসিফ ইকবালকে ধাক্কা দেয়। প্রতিবাদ করায় গাড়ি থেকে নেমে এক ব্যক্তি শটগান বের করে আসিফকে হত্যার হুমকি দেন। যেই সিসিটিভি ফুটেজটি ফেসবুকে ভাইরাল হয়।

ঘটনার পর থেকে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তিটি কে, তা জানার চেষ্টা করেন অনেকেই। ঘটনার সিসিটিভি ফুটেজ ধরে অনুসন্ধানে জানা যায়, ওই ব্যক্তির নাম আজগর বিশ্বাস। খুলনায় বেশ প্রভাবশালী তিনি। মূলত জমি কেনাবেঁচা করেন। জড়িত সরকার দলীয় রাজনীতির সঙ্গেও।

আজগার বিশ্বাস দাবি করেন, ব্যক্তিগত কাজে গিয়েছিলেন পিরোজপুর। ফেরার পথে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হুমকি দেওয়ায় আত্মরক্ষার্থে তিনি লাইসেন্সকৃত অস্ত্রটি প্রদর্শন করেছিলেন। তবে তিনি হত্যার হুমকি দেননি বলে দাবি করেন।

পিরোজপুর পৌর ছাত্রলীগ সভাপতি আসিফ ইকবাল দাবি করেন, প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে আজগর তাকে হুমকি দেন। এখন উল্টো তার বিরুদ্ধে অভিযোগ আনা চক্রান্তের অংশ। ওই দিনের ঘটনার পর তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সাধারণ ডায়েরির সূত্র ধরে ওই দিনের ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।