বাবা-মায়ের পাশে শায়িত হলেন অমিত হাবিব

বাবা-মায়ের পাশে শায়িত হলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব। শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরের কাজীবেড় গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। 

এর আগে, খন্দকার বাড়ির আঙিনায় প্রখ্যাত এই সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন, স্থানীয় চেয়ারম্যান সেলিম রেজাসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা জানাজায় অংশ নেন।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব। গত ২১ জুলাই স্ট্রোকে আক্রান্ত হন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেদিনই তাকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন তিনি। পরে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়। 

সাংবাদিক অমিত হাবিব দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।