আদালত চত্বর থেকে পালানো আসামি ৪ দিন পর গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো হত্যাসহ ১৪ মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাকে ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। আজিজুল শেখ গোপালগঞ্জের জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। 

আরও পড়ুন: আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

পুলিশ সুপার জানান, গত রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় হত্যা, ডাকাতি ও চুরিসহ ১৪ মামলার আসামি আজিজুল হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। অবশেষে বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আসামি আজিজুল শেখ পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দিন (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যাহারকৃত তিন জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।