বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী নৌ-ক্যানেলে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মোংলায় স্টিমার ঘাটের একটি পন্টুন ডুবে গেছে। এতে ‘বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল’ দিয়ে পণ্যবাহী লাইটার ও কার্গো জাহাজসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঘাটের শিকল ছিঁড়ে পন্টুনটি ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ওই ঘাট পরিদর্শন
করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি প্রতিনিধি দল। তারা ঘটনাস্থলে বিপদ সংকেত হিসেবে লাল পতাকা টানিয়ে দিয়ে লাইটার ও কার্গো জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে দেয়। 

বিআইডব্লিউটিসির খুলনার নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আশরাফ হোসেন বলেন, ‘সোমবার রাতে ঘাটের শিকল ছিঁড়ে পন্টুনটি ডুবে গেছে। পন্টুন ডুবে যাওয়া স্থানটি আমরা শনাক্ত করেছি। সেখানে বয়া ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মইনুল ইসলাম মিন্টু ও মো. মাসুম জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে স্টিমার ঘাটের শিকল ছিঁড়ে পন্টুনটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। ফলে মোংলা বন্দরের সঙ্গে সংযুক্ত বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল দিয়ে পণ্যবাহী লাইটার ও কার্গো জাহাজসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এখনও তা উদ্ধার করা সম্ভব হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখরুদ্দিন বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে ঝড়ের সময় পন্টুনটি ডুবে গেছে। তবে বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে।’