আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামে শনিবার (৭ জানুয়ারি) সকালে কৃষক ও আওয়ামী লীগ কর্মী মো. মোজাহার মোল্লাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে তার বাড়ি এসে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় আরও সাত জন আহত হয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

জানা গেছে, নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, জমিজমা, স্থানীয় আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ এই দুই বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, প্রতিপক্ষরা মোজাহার মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেন। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাটের ২৫০ শয্যা রিজিয়া নাসের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।