গাজীপুরের কালীগঞ্জে ঘুমন্ত ছেলে কাউসার বাগমারকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমারের (৭৫) বিরুদ্ধে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। ছেলেকে হত্যার দায়ে পুলিশ তার বাবাকে আটক করেছে।
বুধবার (৩ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মা মোসলেমা বেগম ও ভাই আশরাফুল জানান, কাউসার মাদকাসক্ত ছিল। সারা রাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের টাকার জন্য সে প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া ও ভাঙচুর করতো। বৃদ্ধ মা-বাবার গায়ে হাত তুলতো। তার অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল। গত কয়েক দিন ধরে নেশার টাকা জোগাতে ২ কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য মা-বাবার কাছে দাবি করে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কাউসার বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার পর বাড়ি ফিরে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমার এ ঘটনা শুনে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি একটি কুড়াল নিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন। পরে ভোরে নিহতের বাবা থানায় আত্মসমর্পণ করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবাকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।