X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মাদকের টাকার জন্য মাকে মারধর, ক্ষোভে ছেলেকে প্রাণে মারলেন বাবা

গাজীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৩

গাজীপুরের কালীগঞ্জে ঘুমন্ত ছেলে কাউসার বাগমারকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমারের (৭৫) বিরুদ্ধে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। ছেলেকে হত্যার দায়ে পুলিশ তার বাবাকে আটক করেছে।

বুধবার (৩ এপ্রিল) কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের মা মোসলেমা বেগম ও ভাই আশরাফুল জানান, কাউসার মাদকাসক্ত ছিল। সারা রাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের টাকার জন্য সে প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া ও ভাঙচুর করতো। বৃদ্ধ মা-বাবার গায়ে হাত তুলতো। তার অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠেছিল। গত কয়েক দিন ধরে নেশার টাকা জোগাতে ২ কাঠা জমি বিক্রি করে দেওয়ার জন্য মা-বাবার কাছে দাবি করে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কাউসার বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার পর বাড়ি ফিরে বৃদ্ধ বাবা আব্দুর রশিদ বাগমার এ ঘটনা শুনে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি একটি কুড়াল নিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন। পরে ভোরে নিহতের বাবা থানায় আত্মসমর্পণ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবাকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
চট্টগ্রামে ইয়াবাসহ শিক্ষক আটক
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি